হে স্বাধীনতা,
হে অমৃত প্রিয় স্বাধীনতা
তোমাকে পেয়েছি.....
তোমাকে পেয়েছি তবু....
মিটেনি প্রাণের স্বাদ
মনের আহ্লাদ।
মনের বাসনা প্রাণের যাতনা
হৃদয়ের আকুতি কত,
কত উচ্ছ্বাস উল্লাস
দিনে দিনে সব করে উপহাস,
হয় ক্ষত বিক্ষত।
তোমাকে পেয়েছি.....
তোমাকে পেয়েছি তবু....
অতৃপ্ত হৃদয় বেলা অবেলায়
খুঁজে ফিরে হায়!
তোমাকে পাই, তবু না পাওয়ায় রয়ে যাই।
হে স্বাধীনতা,
হে অমৃত প্রিয় স্বাধীনতা
ব্যথা ভরা কত বুকে
দিনে দিনে বাড়ে না পাওয়ার ব্যথা।
১২ ডিসেম্বর ২৪
বাঙ্গী, মধ্য আফ্রিকা