বর্ষা প্লাবন জলোচ্ছ্বাস আর
আসে উজান ঢল,
বিপর্যস্থ জনজীবন
বাড়ে বানের জল।
হঠাৎ বানে ডুবে গেছে
সকল বাড়ি ঘর,
হতাশা আর কষ্ট এসে
তাই করেছে ভর।
নারী শিশু বৃদ্ধ যুবক
জীব জানোয়ার সব,
দীর্ঘ শ্বাস আর কষ্টে ভরা
তাদের কলরব।
অসহায়ের পাশে দাঁড়াই
একটু বাড়াও হাত,
দূর করি এই দুর্গতদের
দীঘল কালো রাত।
ত্যাজিয়া সুখ ভোগের আহার
দেখি তাদের মুখ,
একলা ভোগে শান্তি কি রয়
ত্যাগেই বড় সুখ।