আয়রে যাদু পাখি
মঈন তাজ

আয়নারে তুই আয়না কাছে
একটু আদর করি,
আয়না কাছে বুকের মানিক
বুকে তোরে ধরি।

সেই যে  কবে আমায় ছেড়ে
গেলি পরবাসে,
একলা বসে আমি হেথায়
কাঁদি যে তোর আশে।

সোনা মানিক আয়রে ফিরে
আমার বুকের পরে,
পরবাসে নয়রে সোনা
আয়রে ফিরে ঘরে।

আয়রে হীরে পান্না আমার
আয়রে যাদু পাখি,
একটুখানি যা দেখে যা
মায়ের সজল আঁখি।

মায়ের হাতের রান্না খাবার
একটু খেয়ে যা না,
কোন্ বাঁধনে আটকে আছিস,
কে করেছে মানা!

যশোর
১৬/০৭/১৯