এইখানে এক নদী ছিল
মঈন তাজ
এইখানে এক নদী ছিল,
এঁকেবেঁকে বয়ে চলা চঞ্চলা এক নদী।
উন্মত্ত মাতাল কলকল তানে বয়ে যেত নিরবধি।
কেথায় হারিয়ে গেছে তার চঞ্চলতা,
উন্মত্ত যৌবন আর স্রোতের কলতান।
নেই আর টলটলে স্বচ্ছ জল,
হারিয়ে গেছে মাঝিমাল্লার ভাটিয়ালি গান।
তার বুকে আজ শ্যাওলা জমেছে
বেঁধেছে কচুরিপানা।
আগের মত নেই আর ঘাটে বধূদের আনাগোনা।
যে নদীর জলে শ্যামল হতো ফসলের মাঠ,
যার বুকে সকাল সন্ধ্যা ছিল জেলেদের বসবাস,
সে আজ মৃত প্রায়।
শুকিয়েছে জল তার হারিয়েছে যৌবন,
তপ্ত বালুতে আছে শুধু মৃত্যুর ক্রন্দন,
তার বুকে আর রত্ন নাই।
অবহেলা অনাদরে মানুষের অনাচারে
আজ সে মৃত্যু পথের যাত্রী।
অথচ তার এই শীতল জলে
স্রোতের কোলাহলে
সবুজ শ্যামল হয়েছে এই ধরিত্রী।
তার বুকে ভেসে গেছে কতশত জলযান,
মানুষ গেছে একস্থান থেকে অন্য স্থান।
এক সময় এই নদীই বয়ে এনেছে সভ্যতা,
এনেছে উন্নয়নের সোপান,
অথচ সবকিছু ভুলে কেড়ে নিতে চাই তার প্রাণ।
ঢাকা
৩০/০৫/১৯