অগ্নি কোমল বীণা
মঈন তাজ

অগ্নি বীণার আগুন বাণীতে
বিদ্রোহী কবি তুমি,
কত উর্বর অবিনশ্বর
তোমার কাব্য ভূমি।

হৃদয়ে লালিত স্বপ্ন তোমার
সাম্যবাদের গান,
অন্যায়ে তুমি প্রতিবাদী সুর
বিদ্রোহী মহা প্রাণ।

ভীম রণ ভূমে সশস্ত্র সেনা
অসীম সাহসী বীর,
চির জাগ্রত শিকল ভাঙার
উন্নত মম শির।

শিশুর মুখের কোমল হাসির
তুমি উজ্জ্বল আভা,
তুমি বুলবুল সুবাসিত ফুল
কাব্য ভুমির শোভা।

ছোট্ট হৃদয়ে শিষ দিয়ে যাও
সকাল বেলার পাখি,
পিয়াসীর চোখে ভালোবাসা ভরা
তোমার ডাগর আঁখি।

ঢাকা
২৩/০৫/২৪