সব শালাদের আদিখ্যেতা দেখলে ঘুরে মাথারে
দেশটা কি রে মগের মুলুক করবি সবাই যা-তারে।

কেউ শালা চায় পাকি হতে কেউ শালা চায় ভারতী,
বুঝিনাতো কোন শালারা করে কিসের আরতি।

কাউকে দেখি দক্ষিণে যায় কাউকে দেখি পশ্চিমে,
উত্তরে না পূর্বে যাবে এমন আছেও মুস্টিমেয়।

আমি বলি বাংলা আমার,আমার প্রিয় বাংলাদেশ,
জন্মভূমি মাতৃভাষা এটাই শুরু এটাই শেষ।

দালাল গিরি দাদা গিরি চাইনা কারো হস্তক্ষেপ,
বাঙালী মন উচ্চ শিরে নেয় মৃত্যু পদক্ষেপ।

২০ ভাদ্র ১৪৩১,বুধ
০৪ সেপ্টেম্বর ২০২৪
বোয়ার,মধ্য আফ্রিকা