আমি এক নির্বোধ
মঈন তাজ
চাতুর্যময় পৃথিবীতে আমি এক নির্বোধ।
তুমি সত্যি বলেছ অনিন্দিতা,
চালাকি বা শঠতা আমার নেই
তাই সহজেই মানুষের ফাঁদে পড়ি।
জীবনবোধ বা দূরদর্শিতা বলতে কিচ্ছু নেই
তাই বহমান নদীর মত বয়ে যায় জীবন।
জীবনানন্দের মত "কোন এক বোধ"'
কাজ করেনা আমার মাথায়।
তাই তোমার কথা ভেবে দেখলাম,
সত্যি বোধ বলে কিছু নেই আমার।
না আছে সম্মানবোধ না আছে অপমানবোধ!
সত্যি আমি এক নির্বোধ।
যশোর
২২/০৬/২০