আমাদের স্বাধীনতা
আমরাই অমলিন রাখবো,
বিজয়ের উল্লাসে প্রেরণার উচ্ছ্বাসে,
তার সজীবতা গায়ে মাখবো।
সব ভেদাভেদ ভুলে পতাকা উর্দ্ধে তুলে
স্বাধীনতা গান মোরা গাইবো,
উত্তাল পারাবার যতই আসুক ঝড়
এদেশের তরী মোরা বাইবো।

কোটি জনতার ভীড়ে শান্তি সুখের নীড়ে
আমাদের পতাকা উড়বে,
লাল সবুজের দেশ সোনার বাংলাদেশ
উন্নত পরিবেশ গড়বে।
একসাথে সুখে দুখে থাকবেনা কেউ ভুখে
এই হোক আমাদের প্রত্যয়,
আমাদের স্বাধীনতা সাম্য মৈত্রী গাঁথা
হবেনা তো তার কোনো ব্যত্যয়।

২২ নভেম্বর ২৪
বাঙ্গী, মধ্য আফ্রিকা