আহ্বান
মঈন তাজ

হে যুবক,
তুমি যদি সত্য ও সুন্দরের পূজারী হও
নিশ্চয় পৃথিবী সুন্দর হবে।

তুমি যদি ন্যায় ও অন্যায়ের পার্থক্য কর
নিশ্চয় অন্যায় দমিত হবে।

তুমি যদি সৎ ও সাম্যের দীক্ষা নাও
নিশ্চয় ব্যবধান দূরীভূত হবে।

তুমি যদি মানবতা আর মনুষ্যত্বের পূজারী হও
নিশ্চয় পৃথিবী শান্ত হবে।

তুমি যদি ইনসাফ ও সততার প্রতীক হও
নিশ্চয় জুলুম বন্ধ হবে।

তুমি যদি হিংসা বিদ্বেষ ত্যাগ কর
ভাতৃত্ব বোধ উদ্বেলিত হবে।

আলিঙ্গনে মিশে যাবে হৃদয়ে হৃদয়ে
মানুষের রক্তের হবেনা অপচয়।

দাউদাউ করে জ্বলবে না আর মানুষের ঘরবাড়ি
দেশান্তরী হবেনা কেউ বাস্তুভিটা ছাড়ি।

তুমি যদি মিথ্যা ও অসুন্দরকে ঘৃনা কর,
মুজলুমের মুখে হাসি পাবে।

তুমি যদি সবুজ শ্যামল পৃথিবী চাও
আকাশ বাতাস সুবাসিত হবে।

জালেম জুলুম কম্পিত হবে তোমার প্রতিজ্ঞায়,
বন্য যত ধন্য হবে তোমার সততায়।

তুমি যদি হও উচ্ছ্বসিত উদার মহীয়ান,
যুদ্ধ যুদ্ধ ধ্বংস লিলার হবে অবসান।

মানবতা ও মানুষের তরে হও যদি আগুয়ান,
অশান্ত এই বিশ্ব ভুবন পাবে পরিত্রাণ।

পথে ঘাটে ঘটবেনা আর নারীর অপমান,
খুন ধর্ষন অকাল মৃত্যুর হবে অবসান।

অন্যায় আর অবিচারে কাঁদবেনা আর কেহ,
পথের ধারে থাকবেনা আর বেওয়ারিশ মৃত দেহ।

পাঠশালার ঐ অপেক্ষাগারে বসবেনা আর মাতা,
সন্তান তাঁর আসবে ফিরে পাবে নিশ্চয়তা।

তোমার হাতেই মুছে যাবে অন্যায় অবহেলা,
তোমার হাতেই বন্ধ হবে নোংরা নেশার খেলা।

নিশ্চয় তুমি জিতবে যুবক নিশ্চয় তুমি পারবে।
তোমার হাতেই আসবে আলো তিমির রাত্রি হারবে।

লোভ লালসা আর ক্ষণিকের মোহে আপ্লুত হয়ে নয়,
নফসের যত কুমন্ত্রণা তুমিই করবে লয়।

তোমার হাতেই আসবে বিজয় করি তাই আহ্বান,
যুগে যুগে যত বিজয় এসেছে তোমারই অবদান।

ঢাকা
০৯/০৫/১৯