আদর মাখা মধুর স্মৃতি
বাড়ায় মনে প্রীতি,
বিরাগ গাঁথা অতীত কথা
জাগায় মনে ভীতি।
আবেগ কেনো আগলে রাখো
অতীত কথা ভেবে?
ব্যথায় ভরা অতীত কথা
বিষাদ শুধু দেবে।
আসবে নাতো সে দিন ফিরে
যে দিন গেছে চলে,
তা ভেবে আর লাভ হবেনা
ভেসে চোখের জলে।
জীবন জুড়ে আসবে যাবে
বিবাদ ব্যথা কত,
জীবনটাকে রাখতে হবে
তবু মনের মত।
বিবেক দিয়ে জীবনটাকে
করতে হবে আলো,
আবেগ দিয়ে জীবন যেনো
না হয় কভু কালো।
যশোর
১৯/০৮/২০