মুক্তির মিছিল বড় হয়ে চলছে।
আকাশে যারা ফিরে যাচ্ছে-
মেঘ কি তাদের ভর বইতে পারছে.?
মৃত্যু যে এক টুকরো সুখ,
প্রাপ্তির পাওনায় ওরা কাকে দুষছে.?
শেষ বিদায়ে বেদনার চুমুতে ভেবে চলা-
জীবন অন্তত ছিল এ বেলায় ছায়া তোলা।
চেনা শরীরের গন্ধে চেনা ছোঁয়ায় কাটবে শেষ বেলা।
কপালে জমেছে যে ঘাম, মুছে যাবে অবলীলায়।
শুকনো ঠোঁটে আজ সাবধানী'র দু ফোটা পানি।
শেষ ঘুমে থাক চুলেতে হাতটা জানি।
সকল অহমিকা বিবর্তিত শোকের কাছে-
পরাজিত প্রেম অপেক্ষায় পালকির পাশে।
ভেবে দেখো- মৃত্যুই এক টুকরো সুখ।
স্বাধীন হবে যুদ্ধে ভরে ছিল যে বুক।
মৃত্যু চিরন্তন, মৃত্যু মুক্তি, মৃত্যু...
তবে এ কেমন চলে যাওয়া.?
প্রাপ্য পায়নি যে সারাবেলা।
তারও কথা ছিল সিক্ত প্রেমে এগিয়ে চলা।
তবে প্রলয়ের ঝড়ে মেঘে ফিরছে যারা।
অপ্রাপ্তির শোক কতটা বইবে তারা.?
মৃত্যুর মিছিল হচ্ছে বড়, দেহগুলো শোকে ভারী।
মেঘেরা ছুটছে জোরে, পালাতে চায় তাড়াতাড়ি।
আমি চেয়ে দেখি, আমি কোন অংশে এ সারির.?
আমরা চেয়ে দেখি, কে কাটলো বন্ধন তার নাড়ির।
ভোরের আলোয় জাগবে, নাকি আধারে নিশ্চুপ.?
স্বপ্নে আজ ভেসে বেড়ায় গন্ধবিধুর ধূপ।
আজ যে মহাপ্রলয়ে বিদায় ঘন্টা শুনি-
জানা হবে না, বিদায়ীর শেষ বাণী.!
মেঘ কি পরবে নিতে, এত সহস্র ভারী অভিমানী।
পরের বর্ষায় ফিরবে হয়তো, অশ্রুতে বেদনা খানি।
★ জুন, ২০২০