আজও মায়ার নগরীতে আদুরে সন্ধ্যা নামে,
ভাবছি এমন রাতে অমর ভালোবাসার গল্প লিখব।
কিন্তু দ্রোহের গল্প আমার, তা কি কেউ জানতো!
তাই তো পৌষে এবার মাঝ শ্রাবনের বৃষ্টি যত।
সময়ের অসময়ে অকারণেই কারণ বনে গেল,
ঘুমকাতুরে ক্লান্ত শরীর কম্বলের উষ্ণতায় মুক্তি খুঁজে পেল।
প্রতারক পতিতা উর্বশী যখন দেবী।
নরম বুকে লোমশ হাত তখন ভালবাসার প্রতিচ্ছবি।
ব্রান্ডেড ব্রা'র হুক ছোয়া অঙ্গীকার।
শুক্রানুর জনক-জননী স্বর্গের রূপকার।
জন্মের যুদ্ধে যেতে না পারা শুক্রানু নির্বিকার।
প্রেম আসলে তুমি কার.??
সুখের লাগি যত প্রেম...
প্রেম সে তো প্রবঞ্চনার।
প্রেমের ক্লান্তিতে ভেজানো বিছানা।
ছোপ ছোপ দাগে ভালবাসার পরিনতি।
অতঃপর নেশার ঘোরে বারংবার
হবে নাকি আর একটি বার।
নক্ষত্র ঝড়ে যায়
আগুন নিভে যায়
বরফ গলে পানি
প্রেমটা কতটুকু জানি..!!
মাল্টিপ্লেক্স, শপিংমল, হাইডেফিনেশন সেলফি আর ভালবাসা।
চৈত্রের ঝড়ে আম কুড়াবার সুখের প্রত্যাশা।
সুখের অভিসারে প্রেমটা কোথায় বলো।
আদুরে সন্ধ্যায় গল্প আর কতটা ছিল.!!
এযুগে নিমিষে হারিয়ে যায় পাল তোলা স্মৃতি ধুলো।
ডিজিটাল অভিসাপে ভেসে যায় আমার কবিতার পংক্তিগুলো।
★জানুয়ারী ২০২০