আমার মস্তিষ্ক অবসরের প্রতীক্ষায়।
অনিবার্য ছুটি এখন পিপাসা তান্ডবে।
ঈষদ উষ্ণতা লোভ বিবর্তিত রোরুদ্যমানতায়।
আমি আর কারও থাকতে পারি না।
আবার খুব ভয়ও হয়- হারিয়ে যেতে।।
তারচেয়ে বেশি ভীত-বিহ্বল স্বপ্ন ছুঁতে।

সন্ধ্যা নেমে এলেই রবি বদলের পালা,
জোছনার আলো মেখে জেগে থাকা বিষাদের।
এইতো এলো বলে-
ঘোর আঁধারে ঘেরা নিকষ কালো তিমির।
নিস্তব্ধতা ভেঙ্গে ঘড়ির কাটার জানান দেয়া,
স্বপ্নরা ঘুমিয়ে পড়েছে সর্বস্ব সঁপে।
লাল, নীল, সবুজ গাঢ় হয়ে কালোতে মিশে।
নিঃসঙ্গতার শিহরনে নিজেকে খুঁজে ফেরা।
রুদ্র মুক্তোর সুখ খোলসের আবরণে।
স্মৃতির মলাটে ধুলো উড়িয়ে অবসানের প্রতীক্ষা।
কখন হাসনাহেনা মাধবীলতা ঝড়ে যাবে মাটিতে।


★ জুন, ২০২০