কলমের দখলে কবি
ভাবছে, আঁকছে সে আসল ছবি।
আঁকিয়া চিন্তায় বেশ
রঙে নেই তার আবেশ অবশেষ।

জমির দখলে জোতদার
ভাবছে দরীদ্র পোদ্দার।
ব্যাপারী বাপের বেটা
ছড়াচ্ছে লোভের ছটা।
জোতদার ভেবে খুন
মিয়ার বেটার কত গুন।

বাবার আছে জমিদারি
পুত্রের বাড়ছে বারাবাড়ি।
কন্যার বড়ই ক্লেশ
শুধু গহনা.? তার যত শ্লেষ।
নরের দখলে নারী
ঘরে হবে কেন ফিরতে দেরী।
নরের লোভও বেশ
দেহ প্রেম সর্বশেষ।

শিক্ষা ছড়াবে আলো
মেনে নেয়ার কথা ছিল।
টাকা বানাচ্ছে বোকা
আলো কোথায়.? আলোকছটা।

নেতার হাতে চিতা
জনতা খুঁজছে পিতা।
ধর্মগুরুর দেখছে পাপ
বলছে, আমি তোদের আসল বাপ।

বাপরে বাপরে বাপ
কে করবে বাজিমাত.?
পেতে হবে একটু বেশী
দেশী কিংবা ভিনদেশী।
কে হবে মহান স্মারক
জ্বলছে আগুন ক্ষতিকারক।

কে করবে ঠিকটা ঠিক
হাপাচ্ছে দশ দিক।
সবার উপরে সবাই
সত্য শুধু জবাই।