চলছে দিন অজানা দিনের প্রতীক্ষায়।
সকাল আসে দুপুর গড়িয়ে বিকেল,
সূর্য ডোবা সন্ধ্যা পেরিয়ে রাত।
রাত গভীর হয় আজানা ভোরের ভালবাসায়।

এক একটি ভোর এক একটি ভালোবাসা।
বেঁচে আছি জানতে পাই আলো আর ছায়ায়।
অনেক দূরে জ্বলছে কোন এক বাতি।
সেই আভায় সাতার কাটায় আর একটু জীবন।

যে জলে যাত্রী হয়ে সে যাত্রার নাবিক।
নোঙ্গর ফেলবো ভাবি নৌকা খুঁজে না পেয়ে।


★ জুলাই, ২০২০