জন্মেই যারা দেখেছে ক্ষুব্ধ স্বদেশ ভূমি,
আমরা তাদের সমতুল্য হব কী।
নিপিড়ন আর বঞ্চনা যাদের নিত্য সঙ্গী
আমরা তাদের সমান্তরালে হব কী।
হত্যা আর ধ্বংসলীলা
মৃত্যুতাড়িত গৃহহারা মানুষের উদ্বাস্তু জীবন।
উজাড় হয়ে যাওয়া গ্রামান্তর
শূণ্যতা, হাহাকার আর অসহায় আকুতি
দেয়াল ভেঙে বেড়িয়ে এসে
আগ্নেয়গিরির লাভার মত ছড়িয়ে পড়া
বিষিয়ে ওঠা জীবন ¯্রােতে
বৈষম্যহীন আর সাম্য প্রতিষ্ঠার চেতনা
মুক্তিযুদ্ধের চেতনা
স্বাধীনতার চেতনা।
একাত্তরের চেতনা
কাবুলিওয়ালার ঝোলায় জন্মায়নি
নবযুগের ফেরিওয়ালাদের পসরায় ওঠেনি।
চেতনাটি ছিল এক জাতি সত্ত¡ার
চেতনাটি ছিল মানবতার।
চেতনাটি ছিল আত্মসম্মানের
চেতনাটি ছিল আত্মসত্তার।
এক কথায়-
একটি জাতির একত্রিভূত চৈতন্য অনুভূতির বিস্ফোরণ
মুক্তির আস্ফালন
আমাদের স্বাধীনতা।
চেতনায় তুমি বাস্তবে তুমি
নয় শুধু গল্প উপন্যাসে আর বইয়ের পাতায়।
সংগ্রামের অপরাজেয় প্রাণ-শক্তিতে মূর্ত হয়েছে বাঙালী
আমাদের জীবনে ও মরণে সঞ্জিবনী অনির্বাণ শিখা।
চরম শ্রদ্ধার তাজে জয়ী হওয়া সংগ্রামী চেতনা
চেতনায় থাক ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ
চেতনায় থাক লাখ শহীদের রক্তের মূল্যায়ন
চেতনায় থাক লক্ষ মুক্তিযোদ্ধার আত্মত্যাগের মর্মবাণী
চেতনায় থাক আমার মা-বোনের সম্ভ্রমহানী
চেতনায় থাক বৈষম্যহীন সমাজ
চেতনায় থাক সাম্য
চেতনায় থাক গণতন্ত্র
চেতনায় থাক মুক্তিযুদ্ধে নিহতের নির্ভুল তালিকা
চেতনায় থাক সকল অবদানের স্বীকৃতি
চেতনায় থাক বিভ্রান্তিকারীদের প্রতি ঘৃণা
চেতনায় থাক সার্বভৌমত্ব
চেতনায় থাক ঐক্যবদ্ধ দেশ
চেতনায় থাক বাংলাদেশ।
চেতনা আত্মমগ্ন ও ব্যক্তি অনুভবের বাণীবাহক
জাতির উপাখ্যাান।
মুক্তিযোদ্ধাদের অনুভব ও বোধ একাত্ম হোক
সকলের অনুভব ও বোধের সাথে।
মুক্তিযুদ্ধের চেতনা মুক্তি পাক।
একক মালিকানা ও কৃতিত্বের দাবিওয়ালাদের দংশন থেকে।
সমকালে সঙ্কটের বিচরণ
চেতনার প্রত্যয়ে মূল্যবোধকে সঞ্চারিত করুক।
...ডিসেম্বর, ২০১৭