ভালবাসাটা অন্তরালে  ধারন করা।
অসস্তিতে টান অনুভব করা।
ছোঁয়া যায় না হাতে,
দেখা যায় না চোখে,
সৌরভ ছড়ায় না ঘ্রাণে।
প্রয়োজন পরে না কানে শোনার।
দায় থাকে না মুখে বলার।
একমাত্র হৃদয় দিয়ে অনুভব করা।
পঞ্চইন্দ্রিয় অতিক্রান্ত
আন্তরিকতার অদৃশ্য আবেশ ছুঁয়ে।

এক অনুপ্রেরণার অনুভূতি,
এক আস্থার অভিব্যক্তি,
এক অনুপ্রেরণার অভিব্যক্তি,
এক আস্থার অনুভুতি,
ভালোবাসে, ভালোবাসি।

ভোরের খোলা হাওয়ায় বুক ভরা শ্বাস,
পাখির কলকাকলি,
গাছের পাতায় হাওয়ার দোলায় ঝিরঝির শব্দ,
মিষ্টি রোদের হাসি,  
সকল ভালোলাগা অতিক্রান্ত অজাগতিক সুখ।

একটু হাসির ছটা,
কিছুটা গল্প কথা,
আন্তরিকতার ছোঁয়া,
স্নিগ্ধ মায়া,
অনুপম আবেশের ধোয়া-
কী অসম্ভব ক্ষমতা।
বদলে দিতে পারে সকল আলোর আঁধার!

ভালোবাসাটা আসলে ভাগাভাগি।
চোখের জল, মুখের হাসি,
চরম ভুল বোঝাবুঝি শেষে খুনসুটি।
ভালোবাসাটা আসলে বন্ধুত্ব।
চরম হতাশায়, পরম সুখে,
বিপ্রতীপ সময়ও হাত ধরে হাটাহাটি।
ভালোবাসাটা আসলে অভিভাবকত্ব।
ভিশন ভুলে, বিজয় ছুলে,
দুজন দুজনার নির্মোহ কাছাকাছি।

পাশে না থাকুক,
কাছে না থাকুক,
হাতখানি তার হাতে না থাকুক।
বিশ্বাসটুকু জমে থাকুক।
অনুভূতি টুকু ছুয়ে থাকুক।
অনুপ্রেরণা বেঁচে থাকুক।
সেইটুকুই-
ভালোবাসে, ভালোবাসি।

পৃথিবীর যা কিছু হারিয়ে যায়,  
সবটাই ফিরে আসে অন্য কোন রূপে।
ব্যতিক্রম ভালোবাসা।
বিনিময় হীন প্রত্যাশা।