বন্ধু তুমি বাড়াও হাত।
এক আকাশে সবার প্রভাত।
ঈদের চাঁদে খুশির আলো।
মলিন মুখটিও হাসছে ভাল।
রোজার সংযম সালাত ইকরা।
মুক্ত হস্তে যাকাত ফিতরা।
নামাজ শেষে গলায় মিলো।
কোরবানীর ত্যাগে মনের আলো।
নতুন জামা নতুন জুতো।
রঙ বেরঙের সুখের ছুতো।
ধনী গরীব মিলল হাত।
সুখ দুখে সবার ভাগ।
শত যন্ত্রনা বেদনা ভূলে।
ভোরের আলোয় হৃদয় খুলে।
শরৎ কালে দূর্গা পুজা।
খুশি আজি মাদল বাজা।
পূজো মানে ঢাকের তালে।
অনেক খুশি মনটা দোলে।
হাতটি ধরো অনেক আলো।
পূজোর দিন কাটে ভালো।
শ্রদ্ধার অঞ্জলি বাঁশির সুরে।
আশার বাণী মনটা জুড়ে।
কাশের বনে উতালা প্রান।
গাইবে সবাই সাম্যের গান।
এক জীবনে বহুদুরে যাবে কোথায়?
সুখের সাগরে একা বৃথায়।
ধার্মিক মন সাধনায় পরে থাক।
মঙ্গল প্রদিপে সম্ভাবনার ডাক।
ঈদে পূজায় সান্নিধ্যের সুর।
ভেদাভেদ আজ হয়ে যাক দুর।
সর্বজনীন উৎসব মন ভাবনায়।
ভন্ড নেতা থাকুক দুর্ভাবনায়।
★ নভেম্বর, ২০১৮