খুব নষ্ট হচ্ছে সব।
বড় বেশি দুঃসময় চলছে।
আকাশ থেকে পাতালে
রোদ থেকে বৃষ্টিতে
সমুদ্র থেকে ডোবায়
জঙ্গল থেকে নগরী
কেঁচো থেকে পাখি
পুঁজি থেকে পূজারী
জন্ম থেকে বিসর্জন
তুমি থেকে আমি।
হুমায়ন আজাদ-
সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে।
শেষ রক্ষা হয়নি তোমারও
মৃত্যু তোমাকে মুক্তি দিয়েছে
নষ্টদের স্বীকৃতি আমাদের বেঁচে থাকা।
নষ্টের সানাইয়ে বাজে সৃষ্টির ইতিকথা।
স্তরে স্তরে পচে গেছে সভ্যতার ভীত।
নষ্ট স্বচ্ছতা নষ্ট সততা।
নষ্ট রাজনীতি নষ্ট স্মৃতি
নষ্ট ধর্ম নষ্ট শিক্ষা
নষ্ট প্রেম নষ্ট স্পর্শ
ধর্ষণকারি হতে পারে নারী আন্দোলনের পথিকৃত।
দুর্নীতিবাজ হয়ে ওঠে মহান নেতা।
চেতনা প্রেমীরা হারিয়ে যায়,
চেতনা ফেরিওয়ালাদের ভীড়ে
রূপ, রস আর গন্ধ নষ্টের দখলে।
পরের দোষে বিশ^জনীন বিচারপতি
আপন দোষে বৈদান্তিক ওকালতি
খাদ্য তেলের মজুদ মহা অপরাধ
মর্দন তেল ব্যবহারে সব কুপকাত।
কষ্ট উপলব্ধির দায় নিজের একার
সুখের সময় হারালে জাতি নির্বিকার
দুর্বলতার সুযোগ সবাই নিবে
সুখের দায় অকপটে এড়াবে।
মানুষ আর মানবতার মস্তিষ্ক দখলে জিলাপির কারিগর।
কষাইখানার মঞ্চের দৌরত্বে- স্তরে স্তরে সুবিন্যাস্ত দালালগন।
মৌলবাদী ভাবনা প্রগতিশীলতার মোড়কে ঢাকা।
প্রতিবাদীদের নিষিদ্ধ করতে হবে,
সালাম না দেয়ার অপরাধে বিধর্মী হবে,
ভালোবাসা প্রত্যাহার হবে অপ্রাপ্তির অপরাধে,
আপন ভুবনে স্বর্গ হবে সকলের শূণ্যতার ফসল
ক্ষুদ্র অতি ক্ষুদ্র সাধনা জন্মাবে সার্থকতা
সরলতা নিসংক্রান্ত জটিলতার জোড়ে।
হাড়িয়ে যাওয়া পথে শূণ্যতায় আর্তনাদ।
ক্ষুধার্ত হায়েনার ডাক পিছু করা সময়,
মৃত কঙ্কাল থাবা মেরে বেড়ায় বুকের পাজরে।
শূণ্যতার অক্ষিকোটায় শকুন পোষা পাখি,
ভোরের ঘুম ভাঙাচ্ছে দাঁড়কাক,
সাপের বাচ্চাগুলো ভবিষ্যত সংগ্রামের সাথি,
নারী, মাদক আর টাকা মিলে মিশে একাকার।
সেই গন্ধে শক্তি আরও দুর্নিবার।
তবুও বেঁচে থাকা জেগে থাকা ঈশ্বর বোয়েলিং ফ্রোগ সিনড্রমে।
নভেম্বর, ২০১৮