আমার বেছে নেয়ায় আগ্রহ-
আমার জীবন আমার মত করে।
ভালো লাগে.? তো সংগী হও.!
অস্বস্তি তো দুরে রও।।
বুঝতে পারো তো সাথী লও।
দুর্বোধ্য ভাবো তো দুরে যাও।

তুমি সমাজের হও কিংবা সংসারের,
বন্ধু হও কিংবা চলতি পথের,
আজন্মের হও কিংবা ক্ষনিক কালের।
জেনে রেখো-
যন্ত্রনা উপভোগে আমি অসমর্থ।
যন্ত্রনা দেয়ায় বড় অনাগ্রহ।
মনে রেখো-
স্বার্থপরতা ঘৃনা করি আমি।

আমি দায়ের প্রতি দ্বায়িত্ববান।
দ্বায়িত্বের প্রতি বজ্র ম্লান।
উজার করে বিলাতে পারাই আমার আত্মসম্মান।
অক্লান্ত খুজে বেড়াই মন মনের সমান।

আমি তোমার মত নই.?
কারন তুমি আমার মত নও।
আমারা আমাদের মত যত।
আমরা আমাদের পৃথীবিতে রত।
আমার ভাবনার দাস নও তুমি।
তোমার ভাবনার দাসত্বে কেন আমি!

আমার ভাবাবেগ শ্রদ্ধান্নত তোমার রসনায়।
তোমার কিছুটা দয়াই রেখো আমার যাতনায়।
সুখের লাগি যত প্রেম, প্রেম মেলে কই.?
কবি না হোক, গুরুর দোহাই-
আপন অপর জীবন ভাবনায় শ্রদ্ধাশীল রই।

★মার্চ ২০১৯