অতীন্দ্রিয় বসন্তে রঙ্গিন হাওয়া।
আধারে ডুবে যায় শহর, জেগে ওঠে কামনা বিলাস।
ইচ্ছেগুলো ডানা ঝাপটায় দৃষ্টির চারপাশে।
নিকৃষ্ট লোভে শুদ্ধ হতে চাওয়া লোলুপ্ত সত্তা।
প্রেমের কাব্য তোলা শারীরিক রূপকথায়।
আমার নাগিনীর বুননে খেলা করে অতৃপ্ত আকাঙ্ক্ষা।
ভাদ্রের চিল চুষে নিতে চায় সমস্ত নির্যাস।
পর্বতের গিরিখাদে মুখ ডুবিয়ে সুখ খোঁজা সময়।
গভীর অরন্য পেরিয়ে নোনা কূপে ডুব সাঁতার।
সংকোচহীন দুর্নিবার মাতালের নতুন ছিপি খোলা।
শেষ বিন্দু বিজয়ে অনির্বান অঙ্গীকার।
গাঢ় বাদামী বৃন্তে আটকে যাওয়া পৃথিবী।
অনন্তকাল টিকে থাকার বাসনা আদিমতায়।
অতঃপর জমে থাকা মেঘ বৃষ্টি হয়ে ঝড়ে যায়।
কিছুটা আবেগ কিছুটা আনন্দঘন অনুভূতি।
আকর্ষণ, লালসা, সংযুক্তি অবসানে নিথর দুটি দেহ।
জল গড়িয়ে গেলে বুদ্ধি আর বিবেকের সমন্বয়-
একেই কি বলে প্রেম.?
জল যদি ঝড়েই যাবে প্রেমটা কোথায় রবে.?
প্রেম কি তবে বিবর্তনের ধারনা মাত্র.?
নাকি জৈবিক ক্ষরণের হাতিয়ার.?
উদ্বেগের উষ্ণতা কেটে যায় সল্প সময়ে।
গহীনের ঘোর কেটে গেলে সত্যের মুখোমুখি।
চুপটি করে এগিয়ে চলা সামাজিক সভ্যতা।
পুরনো ক্ষুধা মিটে যাবে নতুন মাংস স্তুপে।
★ সেপ্টেম্বর, ২০২০