চাঁদের আলোয় আলোকিতদের হাতে বিজয়ের ডাল।
সূর্য্য ডুবলে বিজয়ে অন্ধকারের পাল।
নর্স পৌরাণিক নট দেবীর ঘোড়ায় ক্ষিপ্রতা বেসামাল।
আলোর আজ আঁধারে হাড়ানো কাল।
মানুষ অস্তিত্বের চিত্রপট এক পরন্ত বিকেল।
স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের নীল আলোর বিক্ষেপন পরাজিত।
দীর্ঘ দৈর্ঘের লাল আলোর তরঙ্গের জিতে যাওয়া।
বিচ্ছুরিত আলোক তরঙ্গ ছোট কণার সংস্পর্শে,
নানা দিক নানা দৈর্ঘ্যে।
রূপান্তর আর রূপায়ন।
আত্মা শরীরের সংস্পর্শে ভাবনার বিচ্ছুরন।
নানা মন, নানা মত।
প্রত্যাশার অপ্রত্যাশিত মতান্তরে মতবাদ।
কখনও বাক কখনও বিবাদ।
কখনও দ্রোহ কখনও দ্বম্ভ।
কখনও লাভ কখনও লোভ।
ঐশ্বর্য আর ঔদ্ধত্য অর্জনের সফলতা।
শৃংঙ্খল ভাঙ্গা সৈনিক দ্বারে শৃঙ্খলিত জনতা।
ঔদ্ধত্য অহংকারে মগ্ন সমস্ত ঐশ্বর্য।
অসীম দম্ভে ছোয়া শক্তি সামর্থ।
তীব্র কদর্যে অনুভব বরন সৌন্দর্য্য।
আমি আর নিজে ভাবনা সকল পশ্চাৎ।
মুক্তি দাতারে সাধনা জাতির নিরুত্তাপ।
পশ্চাদভাগ রক্ষে চেতনা অতঃপর পদাঘাত।
*মে,২০১৯