একটি ভালো চাকরির আশায়
রাতের পড়া শেষ করে বিছানায় শুয়ে ভাবছি,
তোমার সাথেই আমার বসত হোক।
ভোরের নামাজ শেষের মোনাজাতে খোদার কাছে বলছি,
তোমার সাথেই আমার বসত হোক।
দুপুরে ডাল মাখা ভাত খেতে খেতে ভাবছি
তুমি পাশে বসে আছো, আমি খাচ্ছি।
পরক্ষণে, মুখে থাকা ভাত চিবোতে চিবোতে ভাবছি
তোমার সাথেই আমার বসত হোক।
ভোরের সূর্য মিশে গেল সন্ধ্যায়, চারিদিকে নেমে এলো অন্ধকার, ঘরের সিলিংয়ে ঝুলে থাকা বাতিটার সুইচ দিতে দিতে ভাবছি
তোমার সাথেই আমার বসত হোক।
পরিস্থিতি যতই প্রতিকূল হোক
তবুও আমি চাইবো, তোমার সাথেই আমার বসত হোক।