রাত্রি বাড়ুক, তোমার ক্লান্ত শরীর আমার বুকের মাঝে এলিয়ে দেয়ার জন্য।
তোমার গরম নিঃশ্বাস, তোমার খোলা চুল লেপ্টে থাক আমার বুক জুড়ে।
রাত্রি বাড়ুক, দিনের না বলা কথাগুলো একটি একটি করে শোনানোর জন্য।
তোমার রাগ, অভিমান, আবদার, চোখের জল, ভালোবাসা উজাড় করে দেয়ার জন্য।
রাত্রি বাড়ুক, দিনের আলোয় তোমার-আমার দূরত্ব লাঘবের জন্য।
রাত্রি বাড়ুক, আমি কতটা অসহায় তোমাকে ছাড়া, চিমটি দিয়ে বোঝাবার জন্য।
এ রাতের শেষ না হোক, এ রাতের ভোর না হোক,
দুজন দুজনে লেপ্টে থাকি বিশ্বাস আর ভালোবাসার চাদর মুড়ে
চিরনিদ্রা পর্যন্ত।