অন্ধকার রাস্তা তোমার সাথে হাঁটছি।
দুপাশে সরষে ক্ষেত
ফুল ফুটেছে কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না।
তুমি নিশ্চুপ সাথে আমিও
এ'কি ভালোবাসা নয়? ভালোবাসা।
দলছাড়া বকের আর্তনাদ,তোমার দীর্ঘশ্বাস।
আমার দিকে ফিরে চাওয়া
আমার মুচকি হাসি, তোমার সান্ত্বনা।
ভালোবাস তাই বিশ্বাসটাও অগাধ।
দৃঢ়ভাবে তোমার হাত ধরা, তোমার মুচকি হাসি।
এ'কি আমার পাওয়া নয়? পাওয়া।
মৃদু বাতাস তোমার খোলা চুল, হালকা দোল খায়।
মনচায় ছুঁয়ে দেই কিছু ফুল গেঁথে দেই।
এ'কি গাছের বিরহ নয়? বিরহ।
তোমার হাত ধরে হাঁটছি, অন্ধকার রাস্তা।
জোছনা থাকলে ভালো হতো!
চাঁদের আলোয় মনভরে দেখতাম তোমায়।
এ'কি আকাঙ্ক্ষা নয়? আকাঙ্ক্ষা।
আমি নিশ্চুপ সাথে তুমিও!
একসাথে পথ চলা।