যে দেয় আনন্দটা তারই বেশী,
তাই তো খুঁজি দিবানিশি
কী করে দেব তোমায়...
মেঘ ঝরানো শ্রাবণ সন্ধ্যায়
ঠোঁটের কোণে টুকরো হাসি!
উপলক্ষ্য?
তেমন তো নয়...শুধু জানি,
তোমায় প্রিয় ভালোবাসি!