ভাগ্যিস তুমি ছিলে...কবিতা
তাইতো আজ কথাদের ভিড়ে
হারায় না আর কথা!
যে কথাদের...
বিস্মৃতির অন্তরালে
হারিয়ে যাওয়ার ভয়,
হলদে হলেও পাতায় তবু
আজীবন বেঁচে রয়!
বন্ধু ভেবে কেউ কখনো
দেয় নি সময় যাদের,
তুমি তো সেই পরম বন্ধু
যত্নে সাজাও তাদের!
তোমার হাতে হাতটি রেখে
চলছে ওরা পথ,
নয়ন সজল তবুও বুকে
বিশ্বাসী শপথ!
স্বপ্ন দেখাও হতাশ চোখে
বাঁচতে শেখাও তুমি,
প্রাপ্তি হাসে ওদের ঠোঁটে
স্বস্তিতে আজ আমি!
নাও যদি হয় স্বপ্ন ছোঁওয়া
নাও যদি হয় দামী,
তবুও ভাবি তোমায় ছুঁয়ে
যেন অন্তর্যামী!