ও নয়নতারা...
তুই মনোহরা
দোলায় তোকে দখিন হাওয়া
মন যে আমার পাগলপারা!
তোর ওই কোমল পাপড়ি ছুঁয়ে
যখন সকাল আসে,
কোন সে আবেশ জড়ায় আমায়
মন...কল্পলোকে ভাসে,
ছোট্ট হলেও রূপ ও গুণে
তুইও বা কম কীসে!
রূপ সুবাসে হোক না জয়ী
গোলাপ গন্ধরাজ,
মন ভোলানো রঙ বাহারে
তোরও স্নিগ্ধ সাজ!
তোর কাছে যে শেখার আছে
সেও কি অনেক নয়?
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
নিয়মমাফিক শীত...বসন্ত
হোক না কখনো সুখ বাড়ন্ত....
তবু,হাসতে জানতে হয়!
(আমার টবের গাছে নয়নতারা ফুলগুলো দেখে হঠাৎই মনে হলো দু'চার শব্দ)