যখন 'তুই' ছিলি
সহজ ছিল সবটা।
চাপিয়ে দিতাম মান অভিমান
আমার যত অবাধ্যতা
তুই না শুনতে চাইলেও বলেই দিতাম সব কথা।
'তুই'ও দিব্যি সয়ে যেতিস সবটা
যেন এক বটের দৃঢ়তা।
ক্লান্তি ছিল তবু শান্তি ছিল অগাধ
সাধ্যের বাইরে গিয়ে উতরে যেত সাধ।
সামাজিক দায়বদ্ধতায় 'তুমি' হয়ে উঠলি
পার্থক্যটার দায়ভার যেন হঠাৎ করে চাপিয়ে দিয়েছে
কেউ
খুব সহজও অনেক কঠিন মনে হয় আজকাল
প্রত্যাশার ঘেরাটোপে হতাশা আর অবসাদ
ক্লান্তি অসাড়তা,
নিজেই আর মুখ ফুটে কিছু বলতে চায় না কথা।
কাছে তবু দূরে,আগের মতো আর নেওয়া হয় না সবকিছু ভাগ করে।
দিনের শেষে আমিও কেন যে হাপিত্যেশ করে বসে থাকি
'তুই'-এর ফেরার আশায়।
যা কিছু হওয়ার নয় তা বোধ হয় হয় না
যা কিছু ফেরার নয় তা বোধহয় ফেরে না
শুধু মেনে নিতে হয় প্রবাহমান সময়ের বদলে যাওয়া
হয়তো বদলে ফেলতে হয় নিজেকেও।