বাড়ি থেকে একটু দূরে বড় রাস্তার ধারে
আসা যাওয়ার পথে বট গাছটায় চোখ পড়লে
মনে হয় যেন বাবা... তোমার সঙ্গে দেখা!
তপ্ত দুপুরের তীব্র দাবদাহে শীতল শান্ত ছায়ায়
কোনো এক ক্লান্ত পথচারীর স্বস্তির বিশ্রাম
যেন এক আশ্চর্য দৃঢ়তায় ঠায় দাঁড়িয়ে থাকা অক্লান্ত সুকঠিন ব্যক্তিত্বময় স্লেহশীল এক পিতা,ঠিক তোমারই মতো!
মনে পড়ে যায়...
সারাদিন দাপিয়ে বেড়ানো স্কুল ফেরত ক্লান্ত ছোট্ট শরীরটা খুব নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমিয়ে পড়ত তোমার শান্তি নিবাসে!
ফিরতি পথে মাঝে মধ্যে গাছটার গায়ে ঠেস দিয়ে দাঁড়াই,মনে হয় যেন বাবা তোমার সঙ্গে দেখা!
ঠিক যেন তোমার বুকে মাথা রেখে সব ভার থেকে মুক্ত হতে শেখা।
ঝড় উঠেছিল বহুবার....বুঝতেই পারিনি কখন সামলে নিয়েছ সবটা গাছটার মতো করে
ভেজা ডানায় পাখিরা যেমন খুব ভরসারয় ডালটা চেপে ধরে
পেরিয়ে গেছি সব বাধা তোমার হাতটা শক্ত করে ধরে!
কখনো জানতে চাওয়া হয়নি,,,তোামারও কি কান্না ছিল, কতটা ছিল ব্যথা?
নিজের কথাই বলে গেছি,জানতেে চাইনি তোমারও কি ছিল অনেক কথা?
ঠিক যেন ওই বট গাছটার মতো... মনে হয় যেন,বাবা তোমার সঙ্গে দেখা।
আরও পথ আছে এদিক ওদিক যাই না ইচ্ছে করেেই
ঘোরা পথ হলেও সেই পথ ধরি যেখানে ওই বট গাছটা বড় রাস্তার ধারে।
ব্যস্ত পথের অস্থির চিত্রপটে চিরস্থায়ী ভরসার ছবি আঁকা
মনে হয় যেন....বাবা তোমার সঙ্গে দেখা!