তোমার নামেতে লক্ষ তারায়
আকাশ প্রদীপ জ্বলে,
তোমার নামেতে জানি না কখন
নয়ন ভরে যে জলে!
তোমার নামেতে আকুল পরাণ
উদাস ব্যাকুল হৃদয়,
তোমার নামেতে দিনের শুরু
রাত্রিও শেষ হয়!
তোমার নামেতে প্রশ্ন হাজার...
বলতে পারো কেন?
তোমার নামেই উত্তরগুলো
পথ খুঁজে পায় যেন!
কান্না হাসি সুখ দুঃখ
তোমাতেই যেন লীন,
তোমার নামেতে শান্তি ঠিকানা
চিত্ত যে অমলিন!
তোমার নামেতে ছুটে চলে মন
দূর থেকে বহুদূর,
রিক্ত জীবনে পূর্ণ আবেশে
মোহন বাঁশির সুর!
আঁধার ঘন ভ্রান্তির পথে
তুমিই আলোর দিশা,
তোমার নামেতে ঝলমলে চাঁদ...
যদিও অমানিশা!


( আমার প্রাণপ্রিয় আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি...
অতিক্ষুদ্র নিবেদন...সে এক অন্য অনুভব...সবকিছুর উর্দ্ধে)