আধখানা প্রেম ভেজে বালিশে
কিছু প্রেম প্রেমহারা নালিশে!
বাকি কিছু জমা আছে আবেশে
এক ফালি প্রেম চাঁদ-আকাশে!
প্রেম কিছু অপ্রেমে যায় মিশে
ছলছল জল চোখে প্রেম হাসে!
প্রেম আজ আসে যায় নিমেষে
ওয়েবের দুনিয়ায় প্রকাশে!
প্রেম তবু থেকে যায় গোলাপের সুবাসে
চিলেকোঠা ঘরে প্রেম একলা দীর্ঘশ্বাসে!