মাঠ পেরিয়ে দূর ছাড়িয়ে
ওই যে তোমার ঘর,
সেইখানেতে বাস করেন
আমার ঈশ্বর।
ছোট্ট নীড়ে যত্ন করে
ক্ষুদ্র আয়োজন,
এর বেশি আর চাই না কিছু
নেই তো প্রয়োজন...
হাত বাড়ালেই ভরসা জাগে
পাশে প্রিয়জন।
ভালোবাসার আলোয় মোড়া
জুঁই বকুলে উঠোন ভরা,
প্রথম কদম ফুলের ছোঁয়ায়
মল্লারে মাতে শ্রাবণধারা!
নরম রোদ খুব আদুরে
পাতার সাথে লুকোচুরি,
জোনাক জ্বালে মিঠে আলো
জোৎস্না তখন সহচরী!
সেই পাখিটা আমায় বলে
আমিও যাব তোর সে ঘরে,
সোনার খাঁচায় রাজ-আয়োজন
মনটা শুধু গুমরে মরে!