চুপ করে যাও....
যদি কেউ শুনতে না চায়।
সরে যাও তফাতে,
যেতে যেতে কেউ যদি পিছু নাও বা ডাকে
তবু ফিরে তাকিও একবার
মনে কর স্বর্ণালী শৈশব...
স্কুলের সবুজ নাঠ
মনে কর মায়ের আঁচল....পিতৃস্নেহের হাত।
বাকি কেউ কোত্থাও নেই
মনে কর কখনও ছিলই না কেউ।
আর দাঁড়িও না,দ্রুত পায়ে এগিয়ে যাও...যেখানে যেটুকু পাও,তুলে নাও
হেঁটে যাও...তারপর হেঁটে যাও
যেন তুমি জীবন-সমুদ্রে অক্লান্ত ঢেউ!