তখন ষোড়শী-বেলা...
দু'চোখে স্বপ্নের মেলা,
কারণে অকারণে দখিনা বাতাস
দিয়ে যেত মনে দোলা!
ফুলেল সুবাসে ভাসতে ভাসতে
প্রজাপতি-মন উড়ত,
বেহিসেবী পা রঙের টানে
হামেশাই ভুল করত!
বেসামাল নদী উত্তাল জল
সদা জাগ্রত প্রাণ,
ক্লান্ত হত না শোণিতের ধারা
কন্ঠে বিদ্রোহী গান!
অসম্ভব ছিল না কিছুই
থাকত মুঠোয় জগৎ,
অজেয় হওয়ার অমোঘ টানে
বুকেতে কঠিন শপথ!
এখন অলস বেলা...
চলছে যেমন চলুক না হয়,
সাধ করে কেন জ্বালা,
দু'বেলা দু'মুঠো জুটছে তো বেশ
থাকনা বাকিটা তোলা!
না দেখার ভান,মেনে নেওয়া ভালো
প্রতিবাদে কী বা মেলে,
তার চেয়ে ভালো নাম লেখানো
তুমি আমি সে-র দলে!