কোনো একদিন মিলে যাবে নদী নীল মোহনার সাথে
কোনো একদিন হাতটা থাকবে পরস্পরের কাঁধে।
কোনো একদিন আবার সবুজে ভরপুর হবে পৃথিবী
একদিন ঠিক একই ফ্রেমে বাঁধা হবে সব ছবি।
মুছে যাবে গ্লানি শূচি হবে ধরা দূর হবে সব জীর্ণ জরা
জলের স্পর্শে প্রাণ খুঁজে পাবে তপ্ত ঊষর মরূ সাহারা।
তাইতো উঠবে আবার কালকের পূবাকাশে
তাইতো হাজার কবিমন আজও কল্পনাতে ভাসে।
কবিতার পাতা থাকে নাতো সাদা সাজে শব্দের মালাতে
ফুল চন্দনে আরতি সাজে নিত্য পূজার থালাতে।