আমি স্বপ্ন-পাখি...
উড়তে জানি,ওড়াতেও জানি
ভরতে পারি ওই দু'চোখে রঙ সে আশমানী!
যদি বলো,বসতে পারি তোমার কার্নিশে,
ছুঁইয়ে দেব রঙিন পালক...শুধু স্বপ্ন ভালোবেসে!
যদি বলো,পৌঁছে দেব চাঁদ তারাদের দেশে
মেঘের ভেলায় ভাসবে তুমিও,
জোছনা তোমার পাশে!
যদি চাও বাঁধতে আমায়...বাঁধো প্রত্যয়ী বাহুডোরে
পৌঁছে দেব স্বপ্ন ডানায় প্রত্যাশিত ভোরে!
আমি স্বপ্ন-পাখি...
অনাদরে অবহেলায় দিতেও জানি ফাঁকি!
দেখবে সেদিন রাত,কার্নিশে একা হাত...
আর ভিজছে কারো আঁখি!