স্বপ্ন যখন আকাশ ছোঁওয়া
সাধ করে আর কে বা বলো
হিসেব রাখে....
মাটির কাছেও হয়েছে অ...নেক পাওয়া!
ছুঁতে চাই আকাশ আমি
মাটি,আমায় বাঁধছ তুমি...
বড়োই স্বার্থপর,
আসবে যেদিন পঙ্খীরাজ
দেব আমি স্বপ্ন উড়ান...
ছিঁড়বে বাঁধন সুখের পাখি
বন্ধু হবে অম্বর!
বৃষ্টি হলে ভিজবে মাটি
কাঁপনে কাঁপবে...এ আর নতুন কি!
তার চেয়ে বরং সুখের সময় আর কতোদূর
আকাশ পানে তাই চেয়ে দেখি!
স্বপ্ন যখন আকাশ ছোঁওয়া
সাধ করে আর মিথ্যে কেন
মাটির পানে চাওয়া!