এখানে পিঞ্জর...
অনেকটা ব্যথা
তবুও সাধ করে আর খুঁজি না,স্বাধীনতা!
দেওয়ালগুলো তবু বোঝে
আমার আত্মকথা...
বাইরে এতো মুক্ত আলো
ভাবছি যখন,ওদের বরাত কতো ভালো...
হঠাৎ কারও আর্তনাদে
মেঘ জুটে যায় নিকষ কালো!
নিত্য কারও কপাল কাড়ে
স্বার্থান্বেষী থাবা,
কোথাও আবার তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ...
ভুল চালে ঘেঁটে ঘ,জীবন নামক দাবা!
সাধ করে আর চাই না পেতে
স্বাধীনতার স্বাদ,
ইঁটের পাঁজরে স্বপ্ন সাজাই
আমি আর আমার ভেজা রাত!