সবচেয়ে পছন্দের ফুলে সাজানো ফুলদানি
সারা ঘর গন্ধে ম'ম
দাগটা এখন আর চোখেও পড়ে না
খুব খুঁটিয়ে না দেখলে।
সুন্দর মানিয়ে গেছে জোড়াতালি
বাইরে থেকে বোঝা দায়
তবু দু'টুকরো হয়ে গিয়েছিল...বার বার মনে পড়ে যায়।
খুব সাধ করে ঘরে আনা
তাই এখনও পরিত্যক্ত নয়
তপ্ত আঠার ব্যবহারে শেষ রক্ষা হয়।
শুধু দু'টুকরো হয়ে গিয়েছিল বার বার মনে পড়ে যায়।
আবার যদি পড়ে যায়...
টুকরো টুকরো হবে এবার
সেই ভয় সৌন্দর্য্য উপভোগে বাধা হয়।
পরদিন আবার সাজানো...তার পরদিন আবার
সাধের ফুলদানি,খুব পছন্দের ফুল,মিষ্টি সুবাস
ভালোয় ভালোয় দিন কেটে যায়,
শুধু দু'টুকরো হয়ে গিয়েছিল...বার বার মনে পড়ে যায়।