ছোট্ট কুঁড়ি নতুন আশায় পাপড়ি মেলবে কাল
ঈশান কোণে নতুন দিনের অরুণ যখন লাল!
সবার মনে হর্ষ
ছড়াক নববর্ষ,
হাসির ছটায় খুশির দোলায় কাটুক নয়া সাল!


আসরের সকল কবিকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা