তোমার আকাশ জুড়ে
অগণিত আলোর রোশনাই!
নিস্তব্ধ নিকষ রাত্রির গভীরতায়
ডুব দেওয়া...নেহাতই সময়ের অপচয়!
তারারা তবু জাগে...
জোনাকীরা তবু ছুঁয়ে দেয় রোজ
আলতো অনুরাগে,
হয়তো অকারণ,মন কি কখনো শুনেছে কারও
অযাচিত বারণ?
একদিন ঠিক খুঁজবেই জানি
একান্ত আপন রাত্রি,
তারাদের কথা জানি না
জোনাকী তখন অনন্ত ঠিকানায়
আলোর পথযাত্রী...!