পৃথিবী...
না!প্রশ্নেরা তারাতেই থাক
আজ শুধু জবাব দেওয়ার পালা,
হিসেব কষবে তুমি...
কতটা সয়েছ জ্বালা!
সেই যে শুরু...
তার পর থেকে চেয়েছি কেবল চেয়েছি
কখনো ভাবার হয়নি সময়
কিছু কি তোমায় দিয়েছি?
নিজ অধিকার ছিনিয়ে নিতে
যারপরনাই হেনেছি আঘাত...দিয়েছি গভীর ক্ষত
নীরবে তুমি সয়েছ...অবিরাম অবিরত!
ইঁটের পাঁজরে লোহার খাঁচায় গড়েছি ইমারত
সভ্য সয়েছি সাজ সজ্জায়
তোমার প্রতি আন্তরিক হইনি,হইনি কখনো সৎ।

তবু যদি বিচলিত হয় হৃদয়
তবু যদি হও ক্ষমাশীল
ক্ষমা করো তবে,
যদি কখনো হয় নতুন সূর্যোদয়
কথা দিচ্ছি...বাঁচব অনুভবে।
জ্বলবে আবার সাঁঝের প্রদীপ
দেখবে সন্ধ্যাতারা,
চেতনার দ্বারে বাড়াবে দু'হাত
ভুল করেছিল যারা!
ভুল করেছি আরবার গুনছি ভুলের মাশুল
সেরে ওঠো তুমি পৃথিবী...
বিষন্ন কাননে ফুটুক আবার রাঙা হাসি ঠোঁটে ফুল!