শুভ হোক...
সব কিছু শুভ হোক
শুভ হোক সেই মেয়েটার সাথে
পুরুষের বিকৃত লালসার শিকার
কলঙ্কের দাগ লেগেছে বলে সমাজ যাকে করেছে অস্বীকার!
শুভ হোক সেই মেয়েটার সাথে
প্রতিহিংসার বিধ্বংসী আগুনে ঝলসে গেছে যার মুখ
কোনো এক অ্যাসিড বৃষ্টিতে
অশুভ যাকে দিয়েছে ঠেলে নরকযন্ত্রণাতে!
শুভ হোক...
সব কিছু শুভ হোক।
শুভ হোক সেই পথের শিশুর
জন্মলগ্ন থেকে অভ্যস্ত যে নোনা আস্বাদে
প্রতিনিয়ত যার উদরে আগুন জ্বালায় ক্ষিদে!
শুভ হোক সেই চালচুলোহীন মানুষগুলোর সাথে
ভরে উঠুক নিঃস্ব জীবন সবার শুভেচ্ছাতে।
অশুভের ছায়াতলে অসহায় পৃথিবী
যখন ফুঁপিয়ে কাঁদে
বিশ্বাসী মন করজোড়ে বলে
শুভ হোক সবকিছু ঈশ্বরের আশীর্বাদে!
প্রথম ফোটা ফুল বলুক,শুভ হোক
পাখির গানে বার্তা আসুক শুভ হোক,
নতুন সূর্য বলবে একদিন,শুভ হোক
শুভময় এক পৃথিবী দেখবে বলে
অধীর অপেক্ষাতে...তোমার আমার চোখ!
শুভ হোক...
সবকিছু শুভ হোক!