বসন্ত আসছে তাই
শীত বলে যাই যাই!
আবার আসব ফিরে
শরতের হাত ধরে,
হেমন্তে তৃণ 'পরে
ধরা দেব শিশিরে!
গ্রীষ্ম বর্ষা শেষে
মন মাতে ভেজা ঘাসে!
আগমনী গান গেয়ে
এরপর এলে মেয়ে,
ধরা দেব ধান-শীষে
খুঁজে নিও মিঠেল বাতাসে!
আজ তবে আসি ভাই
মন বিষন্ন তাই,
দেখা হবে আসছে বছরে!
কোকিল মেতেছে সুরে
ফুলে ভরে সাজিটারে
রঙ মেখে বসন্ত দ্বারে!