দুধ সাদা শিফনের শাড়িটা
কাছের প্রিয় মানুষের দেওয়া
খুব প্রিয় উপহার।
যে কোনো বিশেষ দিনে একটাই পছন্দ
এক আশ্চর্য পবিত্র প্রশান্তি
সাদা চিত্রপটে সুখের রঙমিলান্তি।
অজান্তে লেগে গেল অযাচিত হলদে রঙটা
হার মেনে হেরে গেছে নামী দামি সংস্থার
বেশ কিছু পরিষ্কারক
অটুট জেদে দাগটা তবু স্বমহিমাায়।
সরাসরি চোখে পড়ে না
মাঝে মাঝে তাই পড়ি বিশেষ জমায়েতে
খচ্ খচ্ করে মনটা
অসাবধানে যদি কারও নজরে আসে দাগটা!
সময়ের সাথে যদি কোনোদিন উঠে যায় দাগটা
অক্লান্ত প্রচেষ্টার বিকল্প নেই জানি
তাইতো আপোষ করিনি।
খুব প্রিয় ছিল সাদা শাড়িটা.