আজকাল প্রায়শই লিপ্ত হই বিবাদে ,তোমার দু'চোখে এত ঘৃণা!
আগে তো দেখিনি কখনো!
মিথ্যেকে প্রশ্রয় দিলে শিথিল হয় সম্পর্কের বাঁধন
তবু পেরোতে পারি না চৌকাঠ
কী এক অমোঘ টান,এড়িয়ে যেতে বাধ্য করে যা কিছু প্রতিবন্ধকতা।
সরবে প্রতিবাদী হলে শুধু কথার 'পরে জমতে থাকে কথা
নিছকই কিছু অপ্রীতিকর শব্দের বিনিময়
নিগূঢ় হয় আরও কিছু ব্যথা।
তার চেয়ে ভালো,একটা ডাইরী...জানালার ফাঁকে
একফালি চাঁদ,কিছু প্রতিবাদী শব্দ পর পর সাজিয়ে কিছু বাক্য উগরে দেয় সমব্যথী কলমটা।
রাত বাড়ে,ভারী হয়ে আসে চোখের পাতা...জেল পেনে লেখা অভ্যেস তাই থেবড়ে যায় শেষের কয়েকটি শব্দ
একই গল্প বেশ কিছু রাতের।
জানি বই বা গল্প পড়ার অভ্যেস নেই তোমার
তবু যদি না থাকি কখনো
যদি অনিচ্ছাকৃত হাতে পড়ে ডাইরীটা
জানি এক আশ্চর্য নীরবতায় সরব হবে তোমার শোবার ঘরটা।
তুমিও জানবে প্রতিবাদ ছিল...
প্রতিবাদ ছিল নীরব শব্দে প্রতিবাদ ছিল কান্নায়
প্রতিবাদ ছিল রাতের বালিশে,চিলেকোঠায় কিংবা
ডাইরী লেখার তাড়নায়।
শেষের কয়েকটা থেবড়ে যাওয়া শব্দ বলে দেবে
আমারও ছিল বলার অনেক প্রশ্ন ছিল অগাধ
শুধু খুব ভালোবাসি বলে আমরণ কিংবা মরণেরও পরে পেরোতে পারিনি চৌকাঠ,
শক্ত হাতে ধরেছিলাম হাত
শুধু গুমরে মরেছে আমার 'শান্ত প্রতিবাদ!