সবুজ ঘাসের চাদর 'পরে
কচিকাঁচার ভিড়,
মুক্ত আকাশ নীল ঠিকানায়
শান্তি-সুখের নীড়!

ছল কপটের নাগাল ছেড়ে
শর্ত স্বার্থ একটু দূরে,
নিষ্পাপ মন স্বচ্ছ হৃদয়
খুশির আবেশ সময় জুড়ে!
কোমল ছোঁয়ায় ধন্য ধরা
ঠোঁটের হাসি মুক্তো-ঝরা,
প্রশ্নবোধক অবুঝ তারায়
দু'চোখ যেন হৃদয়-হরা!

পৃথিবীটা আজও সুন্দর ভারি
সুন্দরতম ঠিকানায়,
থমকে থাকুক সময় এখানে
ফিরব না আর সেই চেনায়!


(সেদিন একটি পার্কে বাচ্চারা যখন খেলছিল,মনে হলো এমনটাই)