শুরুতেই ডুব দেব অতলে
গভীরতা মাপব বলে
এমন তো নয়...
তাই, প্রথমটায় শুনতে ভীষণ ভালো লাগে
যখন বলো...অসাধারণ!
টনিকের মতো কাজ করে
চোখে মুখে প্রশান্তির ছায়া...এক লহমায়!
অন্তরে প্রাপ্তির আনন্দ,
নিজের জন্য যে একটু আধটু
গর্ব বোধ হয় না তা নয়!
তবে,ওই পর্যন্তই...
সেও বা কম কি!
আগামীতে তোমার মুখ থেকে
অ...সাধারণ শুনব বলে
আরও এক ধাপ এগিয়ে যাওয়া!
উড়তে তো চায় মন ডানা মেলে...
সেভাবে তো ওড়া যায় না
ডানা ভারী হলে,
ভয় হয়,কী হবে...মুখ থুবড়ে পড়লে!