মনের ভাষা ফোটে না মুখে
মনের মতো করে...
ভেজে কথা চিলেকোঠায়
কিছু প্রেমে কিছু বা ব্যথায়,
অনাদরে অবহেলায়
পায়ে পায়ে পথের ধূলায়,
কথাদের ভিড় মাঝে
কথারা কেবলই হারায়!

স্বপ্ন দেখি কোনো এক রাতে
কলমখানি ছুঁয়ে আমার হাতে,
বলে...
ভাঙতে পারি তোমার নীরবতা
মনের দুয়ার খুলে
বলোনা উজার করে,
জমা আছে কোণে কোণে
লুকোনো না বলা যতো কথা!

ভোর হতে দেখি...
সোনালী মিঠে আলো মেখে
টেবিলে সাদা পাতা,
অবারিত মন-দ্বারে উঁকি দেয় কথা!
ডাকছে কলম যেন
ওরে আয় আয়...মিছে আর দেরী নয়
শূন্য থেকেই তো শুরু হয়!

আর কি নিজেকে বেঁধে রাখা যায়?